অ্যান্ড্রয়েড টেন আপডেট (আসুস জেনফোন ম্যাক্সপ্রো এমটু)

By | February 8, 2020

অ্যান্ড্রয়েড টেন আপডেট ভার্সনটি বের করা হয় গত ৩ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে এবং তার পর থেকেই কিছু কিছু ডিভাইসে অ্যান্ড্রয়েড এর আপডেট দেয়া হয়েছে এবং নতুন যেসকল মোবাইল বের হচ্ছে সেগুলোতেও অ্যান্ড্রয়েড টেন দেয়া হচ্ছে। তবে বরাবরের মতোই সকল মোবাইল কিন্তু এই সুবিধা শুরু থেকে পাচ্ছে না। কিছু কিছু স্টক অ্যান্ড্রয়েড ফোনে আপডেটের বেটা ভার্সন দেয়া হয়েছে। আজ তেমনই একটা ডিভাইসের অ্যান্ড্রয়েড টেন আপডেট করা দেখবো শুরু থেকে শেষ পর্যন্ত।

স্টক অ্যান্ড্রয়েড

প্রথমেই স্টক অ্যন্ড্রয়েড নিয়ে একটু আলোচনা করা যাক। একটি সাধারণ অ্যান্ড্রয়েড ফোন এবং স্টক অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে পার্থক্য খুবই সামান্য। আশা করছি আপনার অবশ্যই জানেন যে, অ্যান্ড্রয়েড সম্পূর্ণ ফ্রি অপারেটিং সিস্টেম। এর অর্থ হলো সকল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানসমূহ এটিকে ব্যবহার করে তাদের নিজস্ব কিছু অপশন সাথে দিয়ে দেয়। এর ফলে আমরা দেখতে পাই ওয়ানপ্লাসে অ্যান্ড্রয়েড এর সাথে অক্সিজেন ওএস, শাওমিতে অ্যান্ড্রয়েড এর সাথে মি ইউ আই, স্যামসাং এ অ্যান্ড্রয়েড এর সাথে ওয়ান ইউ আই, টেকনো ফোনে অ্যান্ড্রয়েড এর সাথে হাইওএস ইত্যাদি। তবে স্টক অ্যান্ড্রয়েড এর বিষয় হলো এটি সকল মোবাইল বা ডিভাইসে একই রকমের হওয়ার কথা। তবে বাস্তবে দেখা যায়, এতকিছুর পরও কিছু কিছু অপশন যোগ করা হয়।

আসুস জেনফোন ম্যাক্সপ্রো এমটু তে অ্যান্ড্রয়েড টেন আপডেট

আজকে দেখবো আসুস এর জেনফোন ম্যাক্সপ্রো এম টু ডিভাইসে আপডেট করা। এটি একটি স্টক অ্যান্ড্রয়েড ফোন। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড এইট দিয়ে শুরু হলেও এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড টেন এর আপডেট টিও পাওয়া গিয়েছে। আসুস তাদের ওয়েবসাইটে অ্যান্ড্রয়েড টেন আপডেট এর জন্য বেটা ভার্সন রিলিজ করেছে যা নিচে দেয়া হলো:

অ্যান্ড্রয়েড টেন আপডেট

অ্যান্ড্রয়েড টেন বেটা ভার্সন আপডেট ফাইল ডাউনলোড লিংক

আপডেট করার জন্য আপনাকে ১.৬১ গিগাবাইট সাইজের ফাইলটি ডাউনলোড করে নিতে। মোবাইল ও কম্পিউটার উভয় দিয়ে ডাউনলোড করা যাবে। ফাইলটি ডাউনলোড করে ‍রুট ডিরেক্টরিতে রাখতে হবে। রুট ডিরেক্টরি হচ্ছে ফোন মেমরি। মোবাইল দিয়ে ডাউনলোড করলে ফাইলটি ডাউনলোড ফোল্ডারে থাকতে পারে। তাহলে সেটিকে রুট ফোল্ডারে নিয়ে আসতে হবে। কম্পিউটারের ক্ষেত্রেও তাই।

আপডেট এর আগে যা যা খেয়াল রাখতে হবে

ওয়েবসাইটে বলেই দেয়া আছে যে, আপনি আপডেট করলে আপনার সকল তথ্য মুছে যেতে পারে। সেক্ষেত্রে আপনার সকল তথ্য ব্যাকাপ করে রাখাই উত্তম হবে। গুগলের সাথে সংশ্লিষ্ট যে সকল বিষয়াদি রয়েছে সেগুলো খুব সহজেই ব্যাকাপ করা যায় তবে যে সকল তথ্য গুগলের সাথে নেই যেমন আপনার ফোনের বিভিন্ন ফাইল বা টেক্সট ম্যাসেজ সেগুলো ব্যাকাপ করে রাখাই উত্তম। তবে আপনি যদি আপডেট করার আগে আপনার ফোনের সকল লক ডিস্যাবল করে রাখেন তবে সেক্ষেত্রে কোনো তথ্য মুছে যাবে না। তবে যদি সব তথ্য মুছে ফেলতে চান তাহলে কোনো কিছু করা দরকার নেই সরাসরি আপডেট করে নিন।

আপডেট

ফাইলটি যথাযথভাবে ফোনের রুট ফোল্ডারে কপি করে রাখা হলে অ্যান্ড্রয়েড টেন আপডেট এর নোটিফিকেশন চলে আসার কথা। যদি না আসে তবে দেখে নিন রুট ফোল্ডারে ফাইল কপি করা হয়েছে কিনা, হয়ে থাকলে একবার রিস্টার্ট করুন, নোটিফিকেশন পেয়ে যাবেন। নোটিফিকেশন আসলে আপডেট এ ক্লিক করুন।

অ্যান্ড্রয়েড টেন আপডেটের পর যা যা নতুন

অ্যান্ড্রয়েড টেন আপডেট করার পর যে সকল কিছু নতুন দেখতে পাবেন তা হলো:

  • সেটিংস আইকন
  • ডার্ক মোড
  • নেভিগেশন জেস্টার
  • ক্যামেরা অপশন
  • ব্যাটারি ব্যাকাপ

আসলে বর্তমানে অ্যান্ড্রয়েডে তেমন নতুন কিছু আপডেট দেখা যায় না। আপডেট বলতে শুধু কিছু অ্যানিমেশন, ডার্ক মোড, টেক্সার এইসব। তবে যাই হোক না কেন, আপনি এত সময় পর্যন্ত সব কিছু ঠিকঠাক ভাবে করতে পারলে পেয়ে যাবেন আপডেট। সম্পূর্ণ প্রক্রিয়াটি ভিডিওতে দেয়া হলো। চাইলে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই দেখা হবে পরের পোস্টে।

Facebook Comments