শিক্ষক নিবন্ধনের মেধা তালিকা প্রকাশ

By | November 23, 2021

গত ০১/১১/২০২১ খ্রিঃ তারিখে ১৬ তম শিক্ষক নিবন্ধনের মেধা তালিকা বা মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। এর আগে সমন্বিত মেধা তালিকাটি ১৫তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হওয়া সকলদের নিয়ে ছিলো। এখন সেখানে যুক্ত হয়েছে ১৬তমরা।

মেধা তালিকা কী?

বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে NTRCA থেকে যারা কৃতকার্য হয়েছে তাদের প্রাপ্ত নম্বর সমন্বিত করে প্রতি নিবন্ধন পরীক্ষার পর যে তালিকাটি হালনাগাদ করা হয় সেটা হলো শিক্ষক নিবন্ধনের মেধা তালিকা। এখান থেকে দেখা যায় কে কোন পর্যায়ে বা কততম অবস্থানে রয়েছেন।

শিক্ষক নিবন্ধনের সকল পোস্ট একসাথে পেতে এখানে ক্লিক করুন।

কিভাবে দেখবেন শিক্ষক নিবন্ধনের মেধা তালিকা

বরাবরের মতোই মেধা তালিকা দেখতে হলে আপনাকে যেতে হবে টেলিটকের ngi ওয়েবসাইটে ngi.teletalk.com.bd ঠিকানায় প্রবেশ করলে আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন নিচের মতো

শিক্ষক নিবন্ধনের জাতীয় মেধা তালিকা

এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে Combined National Merit List লিংকে। সেখানে ক্লিক করার পর নিচের অপশনগুলো আসবে:

এখান থেকে ধাপে ধাপে আপনাকে পরের অপশনগুলো সিলেক্ট করতে হবে। প্রথমে Choose Level এ ক্লিক করলে আপনাকে স্কুল বা কলেজ সিলেক্ট করতে হবে আর তার পরের ধাপে সিলেক্ট করতে হবে বিষয়। যে কোন একটি বিষয়ে ক্লিক করার পর আপনি একটি তালিকা দেখতে পারবেন।

এখানে দেখবেন যে একটি সার্চ করার অপশন রয়েছে। এখানে আপনি যে কোন রোল নাম্বার লিখলে দেখতে পারবেন তার মেধা তালিকায় অবস্থান।

কী কী রয়েছে মেধা তালিকায়:

মেধা তালিকায় বেশ কিছু বিষয় রয়েছে। প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার যেটা ১ থেকে শুরু হয়ে ক্রমান্বয়ে বাড়বে। এরপর আছে বিষয়ের নাম, যেটা আপনি এর আগের ধাপেই করে এসেছেন। এরপর থাকবে মেরিট বা মেধা অর্থাৎ এখানে আপনার মেধা তালিকার সিরিয়াল দেখা যাবে। প্রথম কলামের সিরিয়ালের সাথে এখানে কিছুটা ব্যতিক্রম থাকবে কারণ একই মেরিট লিস্ট সিরিয়ালে একাধিক মানুষ থাকতে পারে। সম্ভবত এর অর্থ হলো যে এরা সবাই একই নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন। উপরের ছবিতে দেখতে পারবেন যে, মেরিট ১ এবং মেরিট ৩ এ ২ জন করে রয়েছেন। সঙ্গত কারণেই মেরিট ২ এবং ৪ নেই কারণ ১ম মেরিটে যেহেতু ২জন রয়েছেন তাই ২য় মেরিট পজিশন দেয়ার সুযোগ নেই। এর পরের কলামে কততম পরীক্ষা দিয়েছেন সেই তথ্য এবং তারপর রোল নম্বর ও নাম।

এই মেরিট লিস্ট নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন গ্রুপে বা ফোনে শুনে থাকেন। আসলে পুরো পোস্টটি পড়লেই বুঝতে পারবেন যে এটা খুবই সহজ। আপনি নিজেই দেখতে পারবেন। এর পরও যদি এটা দেখতে আপনার কোন সমস্যা হয় তাহলে এ বিষয়ে একটি ভিডিও বানানো হয়েছে যেটা আপনি চাইলে ইউটিউবে দেখতে পারেন নিচে ক্লিক করে।

NTRCA Updated Merit List 2021 | শিক্ষক নিবন্ধনের মেরিট লিস্ট
Facebook Comments