সুদীপ বিশ্বাস – টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর

Advertisment

সকলকে আমার ব্লগে স্বাগতম। আমার নাম সুদীপ বিশ্বাস এবং আমার বাড়ী রাজবাড়ী জেলায়। আমি মূলত একজন ওয়েব ডেভেলপার এবং বিগত ৫ বছরেরও বেশি সময় ধরে ওয়েব ডেভেলপমেন্টের সাথে যুক্ত আছি।

আমি প্রধানত কাজ করি ওয়ার্ডপ্রেস সিএমএস এ। তবে এ ছাড়াও পিএসডি টু এইচটিএমএল করছি এবং জাভাস্ক্রিপ্ট ল্যাংগুয়েজ নিয়ে কাজ শুরু করেছি।

ডেভেলপমেন্টের পাশাপাশি আমি এ বিষয়ে ব্লগে লিখি। সাথে শিক্ষক নিবন্ধন, অ্যান্ড্রয়েড ও গেম রিভিও নিয়েও লেখালেখি করছি। এছাড়াও এ বিষয়ে ভিডিও দেখানোর জন্য ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছি যার নাম iSudip.

সুদীপ বিশ্বাস
সুদীপ বিশ্বাস

শিক্ষাজীবন

আমি কম্পিউটার সাইন্স বিভাগের ছাত্র। আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্সের উপর মাস্টার্স করেছি এবং এর আগে সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছি।

বর্তমানে কর্মজীবনের ব্যস্ততার পাশাপাশি আমি প্রচুর সিনেমা ও টিভি সিরিজ দেখি। সাথে ক্রিকেট ফুটবল তো আছেই।একসময় প্রচুর পরিমাণে খেলাধুলা করলেও এখন শুধু শীতকালে ব্যাডমিন্টন খেলার সুযোগ হয়। তবে নিজে খেলার সুযোগ না পেলেও প্রচুর পরিমাণে ভিডিও গেম খেলি। যার জন্য বর্তমানে আমার একটি গেমিং ইউটিউব চ্যানেলও রয়েছে যার নাম SDPGaming। গেমিং নিয়ে আকর্ষণ থাকলে ঘুরে আসতে পারেন।

সুদীপ বিশ্বাস এর ব্লগ

এই ওয়েবসাইটটি মূলত ইংলিশ ভাষায় ছিলো। তবে একটা সময়ে মনে হলো যে এটার বাংলা সংস্করণ থাকা জরুরি। যার জন্য মূল ওয়েবসাইটের বাংলা সংস্করণ চালু করা হয়। তাই বর্তমানে মূল ওয়েবসাইটে যে সকল কনটেন্ট থাকে বাংলা সংস্করণেও সেই সকল কনটেন্ট রাখা হয়েছে।

যে কোনো পোস্ট এর যদি দুই সংস্করণেই কনটেন্ট থাকে তাহলে ভাষা আইকনের উপর ক্লিক করলেই অন্য ভাষায় দেখা যাবে। এছাড়াও মেনু বারের উপরও ভাষা পরিবর্তনের অপশন রাখা হয়েছে।

এই ব্লগের ইংলিশ সংস্করণ: http://isudip.com

বাংলা সংস্করণ http://isudip.com/bn

সুদীপ বিশ্বাসের সাথে যোগাযোগ

আমার সাথে যোগাযোগ করার সব থেকে ভালো উপায় হলো ইমেইল করা। এছাড়াও আমাকে ফেসবুকে মেসেজ দিতে পারেন।

অথবা আমার ওয়েবসাইটের কন্টাক্ট পেজে গিয়ে ফরম ফিলাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ধন্যবাদ।

ফেসবুকে সুদীপ বিশ্বাস

ইউটিউবে সুদীপ বিশ্বাস

Advertisment
Facebook Comments