Author Archives: Sudip

সংখ্যা পদ্ধতি | শিক্ষক নিবন্ধন লিখিত (ICT) | পর্ব ৭.১

Advertisment

সংখ্যা পদ্ধতি বা Number System (নাম্বার সিস্টেম) নিয়ে ডিজিটাল লজিক অধ্যায়ের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগতম। এটি বেসরকারি শিক্ষক নিবন্ধন এর কম্পিউটার সাইন্স বিষয়ের ৭ম অধ্যায়ের একটি অংশ। আজকে দেখানো হবে ডিজিটাল লজিক।

ডিজিটাল লজিক

বরাবরের মতোই শুরুতে সিলেবাসটা দেখে নিই

সংখ্যা পদ্ধতি সিলেবাস
সংখ্যা পদ্ধতি সিলেবাস

শিক্ষক নিবন্ধনের সকল পোস্ট পেতে এখানে ক্লিক করুন।

সংখ্যা পদ্ধতি

যে পদ্ধতিতে কোন সংখ্যা প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। যে পদ্ধতিতে বিভিন্ন সংখ্যা লিখে প্রকাশ করা যায় এবং উক্ত সংখ্যাসমূহের উপর বিভিন্ন অপারেশন (+, -, *, /) প্রয়োগসহ হিসাব নিকাশ সম্পাদন করা যায় তাকেই সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতিসমূহ হলো

 • বাইনারী
 • অকটাল
 • ডেসিমাল
 • হেক্সাডেসিমাল

বাইনারী

 • বেস: ২
 • ব্যপ্তি: (০-১)

অকটাল

 • বেস: ৮
 • ব্যপ্তি: (০-৭)

ডেসিমাল

 • বেস: ১০
 • ব্যপ্তি: (০-৯)

হেক্সাডেসিমাল

 • বেস: ১৬
 • ব্যপ্তি: (০-F)
 • A = 10, B = 11, C = 12, D = 13, E = 14, F = 15

সংখ্যা পদ্ধতির রুপান্তর

সব থেকে জরুরি হলো সংখ্যা পদ্ধতির রুপান্তর। এমন প্রশ্ন আসবে যেখানে এক সংখ্যা থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রুপান্তর করতে হবে। যেমন: বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে ডেসিমাল ইত্যাদি। সংখ্যা পদ্ধতির কিছু নিয়ম রয়েছে যা অনুসরণ করলে সহজেই এক সংখ্যা থেকে অন্য সংখ্যায় রুপান্তর করা যায়। যেমন:

 • যদি প্রদত্ত সংখ্যা ডেসিমালে থাকে তাহলে রুপান্তর করা সব থেকে সহজ। ডেসিমাল সংখ্যা থেকে যে পদ্ধতিতে রুপান্তর করতে চাই সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করলে উক্ত সংখ্যায় যাওয়া সহজ। উদাহরণ: ডেসিমাল সংখ্যাকে ২ দিয়ে ভাগ করলে বাইনারি সংখ্যায় রুপান্তর করা যায়।
 • যদি সংখ্যাটি ডেসিমালে না থাকে তাহলে উক্ত সংখ্যাকে ডেসিমালে নিয়ে যেতে হবে।
 • যে কোনো সংখ্যাকে তার ডেসিমালে নিতে হলে সেই সংখ্যাকে তার বেস নাম্বার দিয়ে ক্রমান্বয়ে গুণ করলে ডেসিমালে রুপান্তর হবে।
 • এক্ষেত্রে ডান দিক থেকে সংখ্যাকে তার বেস এর পাওয়ার ০ থেকে গুণ করে যেতে হবে। যেমন: বাইনারী নাম্বারের ক্ষেত্রে সবচেয়ে ডানের সংখ্যাকে ২^০ দিয়ে গুণ করতে হবে, তার পরের সংখ্যাটি ২^১ এবং ক্রমান্বয়ে এমন করতে হবে।
 • গুণ শেষে সকল সংখ্যা যোগ করলে তার ডেসিমাল নাম্বার পাওয়া যাবে।

কম্পিউটার সাইন্সের শিক্ষার্থী হিসেবে এসকল বিষয়াবলী অবশ্যই আপনাদের জানার কথা। তবে পোস্টটি পড়ে সেগুলো ভালোভাবে ঝালাই করে নিতে পারবেন। একইসাথে বাস্তবে দেখতে হলে পোস্টের শুরুর দিকের ইউটিউব ভিডিওটি দেখতে পারেন এবং সকল আপডেট পেতে iSudip ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখতে পারেন। পরবর্তী বিষয় নিয়ে দেখা হবে পরের ভিডিওতে।

অপারেটিং সিস্টেম | শিক্ষক নিবন্ধন লিখিত (ICT) পর্ব ৬

Advertisment

অপারেটিং সিস্টেম এর আজকের পর্বে আপনাদের স্বাগতম। বেসরকারি শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতির আজকের পর্বে  আমরা নিম্নোক্ত বিষয়গুলো দেখবো:

 • অপারেটিং সিস্টেম ও এর প্রকারভেদ
 • স্ট্রাকচার
 • প্রসেস
 • সিপিইউ সিডিউলিং
 • ডেডলক
 • মেমরি ম্যানেজমেন্ট
 • ফাইল সিস্টেম
অপারেটিং সিস্টেম

শুরুতেই আজকের সিলেবাসটা দেখে নিই

অপারেটিং সিস্টেম
অপারেটিং সিস্টেম

শিক্ষক নিবন্ধনের সকল পোস্ট পেতে এখানে ক্লিক করুন।

অপারেটিং সিস্টেম কী? এর কার্যাবলীসমূহ কী কী?

Operating System হলো এমন কতগুলো প্রোগ্রামের সমষ্টি যেগুলো কম্পিউটারের সকল হার্ডওয়্যার ও সফটওয়্যারকে নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং কম্পিউটার সিস্টেমের সকল কার্যক্রম সক্রিয় ও সম্পন্ন হতে সাহায্য করে। মূল কথা, Operating System একটি কম্পিউটারের সকল রিসোর্সসমূহকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে।

অপারেটিং সিস্টেম এর কার্যবলীসমূহ:

 • প্রসেস ম্যানেজমেন্ট
 • মেমরি ম্যানেজমেন্ট
 • ফাইল ম্যানেজমেন্ট
 • ডিভাইস ম্যানেজমেন্ট
 • সিকিউরিটি ম্যানেজমেন্ট

অপারেটিং সিস্টেম এর শ্রেণিভেদ

গঠনপ্রণালী ও কার্যাবলীর উপর ভিত্তি করে অপারেটিং সিস্টেমকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়:

 • ব্যাচ প্রসেসিং
 • মাল্টি প্রোগ্রামিং
 • মাল্টি প্রোসেসিং
 • রিয়েল টাইম
 • টাইম শেয়ারিং
 • ভার্চুয়াল স্টোরেজ
 • ডিস্ট্রিবিউটেড

i) ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম: যে পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়ে একটিমাত্র প্রোগ্রাম প্রসেস করা হয় এবং প্রসেস করার পর অন্য কোন নতুন প্রোগ্রাম প্রোসেস করা হয় তাকে ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম বলে। এক্ষেত্রে একাধিক প্রোগ্রাম একত্রে execute করা যায় না। প্রোগ্রাম নির্বাহের সময় কম্পিউটারের যাবতীয় ক্ষমতা ও সুযোগ শুধুমাত্র চলমান প্রোগ্রামের জন্য নিয়োজিত থাকে। এ পদ্ধতিতে পরিচালনায় অনেক সময় লেগে যায়। এই পদ্ধতিতে সিরিয়াল, সিকুয়েন্সিয়াল অথবা অফলাইন মোড বলা হয়। উদাহরণ: CP/M, MS DOS ইত্যাদি।

ii) মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেম: যে অপারেটিং সিস্টেম দ্বারা একসাথে অনেকগুলো প্রোগ্রাম (মাল্টিপ্রোগ্রাম) পরিচালনার কাজ করা যায় তাকে মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেম বলা হয়। সাধারণত, কম্পিউটারের i/o অপারেশনের সময় CPU কর্মহীন সময় কাটায়। মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেম এই সময়কে কাজে লাগিয়ে একসাথে একাধিক প্রোগ্রাম পরিচালনা করে। উদাহরণ: IBM, UNIX ইত্যাদি।

iii) মাল্টিপ্রোসেসিং অপারেটিং সিস্টেম: যে পদ্ধতিতে একাধিক CPU ও প্রোসেসর ব্যবহার করে প্রোগ্রাম প্রসেস করা হয় তাকে মাল্টিপ্রোসেসিং অপারেটিং সিস্টেম বলা হয়। এই পদ্ধতিতে বিভিন্ন প্রোগ্রাম একাধিক প্রোসেসরে কার্যকর হতে পারে। আবার বিভিন্ন প্রোসেসর একই প্রোগ্রামের বিভিন্ন অংশ পরিচালনা করতে পারে। এক্ষেত্রে কোন প্রোসেসর অলস সময় কাটায় না এবং একটি প্রোসেসর নষ্ট হয়ে গেলেও সিস্টেমের কার্যক্রম বন্ধ হয় না। জটিল প্রোসেসিং এর ক্ষেত্রে এই পদ্ধতিতে ভালো আউটপুট পাওয়া যায়।

iv) রিয়েল টাইম Operating System: যে পদ্ধতিতে বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত ডেটার মধ্যে গুরুত্বের ভিত্তিতে প্রোগ্রাম execute করা হয় তাকে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম বলে। এই পদ্ধতিতে অনলাইন টার্মিনাল হতে সরাসরি কম্পিউটারে ডেটা পাঠানো যায়। দূরবর্তী বিভিন্ন স্থানে স্থাপিত টার্মিনাল বা কম্পিউটারগুলো উচ্চ গতিসম্পন্ন টেলিফোন লাইনের মাধ্যমে কেন্দ্রিয় প্রোসেসরের সাথে সংযুক্ত থাকে। এজন্য একে অনলাইন রিয়েল টাইম অপারেটিং সিস্টেমও বলা হয়ে থাকে। উদাহরণ: অনলাইন টিকেটিং সিস্টেম।

v) টাইম শেয়ারিং Operating System: যে পদ্ধতিতে কেন্দ্রিয় প্রক্রিয়াকরণ অংশ cpu এর সাথে যুক্ত হয়ে একাধিক কম্পিউটারের ব্যবহারকারীগণ একই সাথে একাধিক প্রোগ্রাম পরিচালনা করতে পারে তাকে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম বলে। এই পদ্ধতিতে কম্পিউটার এত দ্রুত কাজ করে, প্রতি ব্যবহারকারীর কাছে মনে হয় cpu কেবল তার নিজের কাজ করে যাচ্ছে। Time Slice পদ্ধতি ব্যবহার করে প্রতিটি ব্যবহারকারীর জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে কাজ করা হয়। উদাহরণ: UNIX, LINUX, IMB/VM, ইত্যাদি।

vi) ভার্চুয়াল স্টোরেজ অপারেটিং সিস্টেম: যে পদ্ধতিতে প্রধান মেমরির সীমাবদ্ধতা কাটিয়ে সহায়ক মেমরির অব্যবহৃত অংশকে প্রধান মেমরি হিসেবে ব্যবহার করা যায় এবং একসাথে একাধিক প্রোগ্রাম পরিচালনা করা যায় তাকে ভার্চুয়াল স্টোরেজ অপারেটিং সিস্টেম বলে। এক্ষেত্রে প্রধান মেমরিকে বলা হয় রিয়েল স্টোরেজ এবং সরাসরি সংযুক্ত চৌম্বক মেমরিকে বলা হয় ভার্চুয়াল স্টোরেজ। বড় প্রোগ্রামের ক্ষেত্রে মেমরিতে সীমাবদ্ধতার জন্য ছোট ছোট সেগমেন্টে ভাগ করে প্রোগ্রাম execute করা হয়। প্রোগ্রাম নির্বাহকালে কোন সেগমেন্ট রিয়েল স্টোরেজে থাকা অবস্থায় কাজ সম্পন্ন করার পর উক্ত প্রোগ্রাম সেগমেন্টকে রিয়েল স্টোরেজ থেকে ভার্চুয়াল স্টোরেজে স্থানান্তরিত করে এবং অন্য একটি সেগমেন্ট আবার ভার্চুয়াল স্টোরেজ হতে রিয়েল স্টোরেজে নিয়ে আসে। সেগমেন্টের এই আদান প্রদানকে বলা হয় সোয়াপিং। উদাহরণ: DOS-VM, WANa/VM ইত্যাদি।

vii) ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম: যে অপারেটিং সিস্টেমে কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে পরষ্পর সম্পর্কযুক্ত একাধিক কম্পিউটার নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করা যায় তাকে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম বলে। এই সিস্টেমের উদ্দেশ্য হলো সম্পূর্ণ সিস্টেমের জন্য অভিন্ন পরিবেশ তৈরি করা এবং অল্প খরচে বৃহৎ কম্পিউটার নেটওয়ার্ক তত্ত্বাবধান করা। যে কম্পিউটারটি সম্পূর্ণ সিস্টেম পরিচালনা করে তাকে বলা হয় সার্ভার এবং সার্ভারের সাথে যুক্ত কম্পিউটারকে বলা হয় ক্লায়েন্ট কম্পিউটার। এই অপারেটিং সিস্টেমের সুবিধা হলো মূল সার্ভারের বা ক্লায়েন্ট এর সাথে সংযুক্ত হার্ডওয়্যার বা সফটওয়্যার ব্যবহার করা যায়। যেমন: প্রিন্টার।

অপারেটিং সিস্টেম স্ট্রাকচার

স্ট্রাকচার বিভিন্ন রকমের হতে পারে। স্ট্রাকচার এর উপর Operating System এর পারফরমেন্স নির্ভর কলে। কয়েকটি স্ট্রাকচার:

 • সিম্পল স্ট্রাকচার
 • লেয়ারড স্ট্রাকচার
 • মাইক্রো কার্ণেল
 • কার্নেল মডিউল
 • হাইব্রিড সিস্টেম

i) সিম্পল স্ট্রাকচার:

অপারেটিং সিস্টেম সিম্পল
লেয়ারড স্ট্রাকচার অপারেটিং সিস্টেম

MS DOS Structure এ interface এবং functionality ভালোমত আলাদা করা নেই যার জন্য এতে error এবং virus সম্পূর্ণ অপারেটিং সিস্টেম crash করে ফেলতে পারে সহজেই। যদিও এই কনসেপ্ট অনেক পুরাতন এবং এর পিছনে যে সকল মানুষ কাজ করেছেন তারা জানতেন না পরবর্তীতে এটা এত জনপ্রিয় হয়ে উঠবে।

অপারেটিং সিস্টেম UNIX
UNIX Structure অপারেটিং সিস্টেম

MS-DOS এর মত Traditional UNIX Structure hardware functionality তে সীমিত ছিল। এটি MS-DOS এর তুলনায় অধিক লেয়ারসম্পন্ন। এর performance ভালো তবে implement ও maintain কঠিন। তবে এদের কিছু কিছু গুণাবলী এখনও UNIX, LINUX এবং WINDOWS এ দেখা যায়।

ii) লেয়ারড স্ট্রাকচার

লেয়ারড স্ট্রাকচারে অপারেটিং সিস্টেমকে ছোট ছোট ভাগে বিভক্ত করে সেটিকে লেয়ারে সাজানো যায়। এর কর্মদক্ষতা MS-DOS এবং UNIX এর চেয়ে বেশি। এক্ষেত্রে layer 0 হলো হার্ডওয়্যার এবং layer n অর্থাৎ সবথেকে বাইরের লেয়ার হলো ইন্টারফেস। প্রতিটি লেয়ার তার lower লেয়ারে operate করে।

iii) মাইক্রো কার্ণেল

Micro Kernel

iv) কার্ণেল মডিউল

v) হাইব্রিড সিস্টেম

 • MAC OS X
 • iOS
 • Android

CPU Scheduling কী?

সিঙ্গেল প্রোসেসর সিস্টেমে একক সময়ে একটি প্রসেস run করতে পারে এবং cpu ফ্রি না হওয়া পর্যন্ত নতুন প্রোসেস লোড হতে পারে না। মাল্টিপ্রোগ্রামিং এ cpu utilization বাড়ানোর জন্য সর্বদা কোন একটি প্রোগ্রাম চলতে থাকে। কোন একটি প্রসেস execution এর পর i/o অপারেশন পর্যন্ত waiting অবস্থায় থাকে।

সিঙ্গেল প্রসেসিং এ i/o এর সময় নষ্ট হয়। মাল্টি প্রোগ্রামিং এ বেশ কয়েকটি প্রোসেস মেমরিতে রাখা হয় এবং একটি প্রসেস শেষ হয়ে গেলে অন্য প্রোসেস লোড হয়। যতসময় একটি প্রসেস waiting অবস্থায় থাকে, অন্য প্রসেস চলতে থাকে। এটি Operating System এর fundamental function. এই কাজটি করার প্রক্রিয়াই হলো cpu scheduling. CPU Scheduling এর কাজটি FIFO, priority, TREE অথবা linked list হতে পারে। যার মাধ্যমে সিডিউলিং সিলেক্ট করা হয় তাকে বলা হয় CPU Scheduler.

CPU Scheduling এর উদাহরণ

 • .
 • .
 • .
 • Load Store
 • Add store – cpu burst
 • Read from file
 • Wait for i/o – i/o burst
 • Store increment
 • index – cpu burst
 • Write to file
 • Wait for i/o – i/o burst
 • Load store
 • Add store – cpu burst
 • Read from file
 • Wait for i/o – i/o burst

ডেডলক কী?

ডেডলক হলো কম্পিউটারের এমন একটা অবস্থা যেখানে প্রসেস running অবস্থায় থাকে, নিজে execute হয় না এবং সিস্টেমের সকল resource ঐ process এ কাজ করতে থাকে যেন নতুন কোন প্রসেস শুরু না হতে পারে। ডেডলকে দুই বা ততোধিক প্রোগ্রাম একই রিসোর্স ব্যবহার করে এবং অপর প্রোগ্রামকে resouce ব্যবহার করতে বাধা প্রদান করে। এর ফলে কোন প্রোগ্রামই চলতে পারে না। ডেডলকের কারণসমূহ:

 • Mutual exclusion
 • Hold and wait
 • No pre emption
 • Circular wait

মেমরি ম্যানেজমেন্ট কী?

একটি কম্পিউটার সিস্টেমের সকল ধরণের মেমরি ম্যানেজ বা পরিচালনা করাই হলো মেমরি ম্যানেজমেন্ট। কম্পিউটারে ২ ধরণের মেমরি থাকে, ১) প্রাইমারি মেমরি ও ২) সেকেন্ডারি মেমরি। সকল প্রোগ্রাম execute  হবার পূর্বে তা প্রাইমারি মেমরিতে জমা হয়। Operating System এর ফাংশন ঠিক করে কোন প্রসেসের জন্য কতটুকু মেমরি বরাদ্দ করা হবে। মেমরি ম্যানেজমেন্টের কাজ হলো:

 • কোন প্রসেস কতটুকু মেমরি ব্যবহার করছে তার হিসাব রাখা
 • কোন প্রসেস পরবর্তীতে লোড হবে
 • মেমরি স্পেস allocate ও deallocate করা

File কী?

পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো রেকর্ডের সমন্বয়কে ফাইল বলে। হার্ডডিস্ক, পেনড্রাইভ, সিডি ইত্যাদিতে কোন ডাটা বা ইন্সট্রাকশন সংরক্ষণ কিংবা কোন বিষয় সম্পর্কিত প্রয়োজনীয় ডাটা বা ইনফরমেশন উপযুক্তভাবে বিন্যস্ত থাকাকে ফাইল বলে। ফাইল ২ প্রকার।

 • প্রোগ্রাম ফাইল
 • ডাটা ফাইল

আজকের অধ্যায় এখানেই শেষ। ভিডিও করার সময় বুঝতে পারিনি লেখা এত বড় হয়ে যাবে। এর জন্য দুঃখিত আশা করছি একটু কষ্ট করে হলেও পড়বেন। কোনো সমস্যা হলে iSudip ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই ভিডিও দেখে নিবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। পরবর্তী অধ্যায়ের আশা রেখে আজকের মতো বিদায়।

ফাংশন ও অপারেটর ওভারলোডিং |নিবন্ধন ICT লিখিত পর্ব ৫.২

Advertisment

অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এর বিষয়ে শিক্ষক নিবন্ধনের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয় ফাংশন ও অপারেটর ওভারলোডিং।

এটি সিলেবাসের পঞ্চম অধ্যায় অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এর দ্বিতীয় পর্ব। আগের পর্ব দেখতে পাবেন নিচের লিংক থেকে:

অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং | ICT লিখিত পর্ব ৫.১

এই অধ্যায়ের সিলেবাসটা দেখে নেয়া যাক

ফাংশন ও অপারেটর ওভারলোডিং
অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং সিলেবাস
ফাংশন ও অপারেটর ওভারলোডিং

শিক্ষক নিবন্ধনের সকল পোস্ট পেতে এখানে ক্লিক করুন।

ফাংশন ও অপারেটর ওভারলোডিং

Function Overloading (ফাংশন ওভারলোডিং): OOP এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো Function Overloading. এই প্রক্রিয়ায় একই নামের একাধিক ফাংশন ব্যবহার করা যায়. এক্ষেত্রে parameter পরিবর্তন করে Function Overloading করা যায়।

অর্থাৎ একই নামে ফাংশন হবে তবে শুধুমাত্র প্যারামিটার পরিবর্তন করে আমরা আলাদা ফাংশন হিসেবে ব্যবহার করতে পারি।

এ বিষয়ে বিস্তারিত বুঝতে গেলে আমার মনে হয় নিচের জাভা প্রোগ্রামটি সহায়তা করতে পারে:


public class FuncOverload {
	
	public void disp(char c) {
		System.out.println(c);
	}
	
	public void disp(char c, int num) {
		System.out.println(c + " " + num);
	}

	public static void main(String[] args) {
		FuncOverload test = new FuncOverload();
		test.disp('a');
		test.disp('a', 23);

	}

}

Operator Overloading (অপারেটর ওভারলোডিং): operator overloading এর মাধ্যমে কোন operator এর ক্ষমতা বাড়িয়ে দেয়া যায়।

অপারেটর ওভারলোডিং বিস্তারিতভাবে বোঝার জন্য আমরা সি++ ল্যাঙ্গুয়েজে একটি কোড দেখবো যাতে করে একটি অপারেটর এর ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে:

#include<iostream>
using namespace std;
	Class Test{
	Private:
		Int num;
	Public:
		Test(): num(8){
		  Void operator ++(){
	        Num = num+2;
        }
Void print(){
	Cout << “the count is: “<<num;
    }
  }
}

	Int main(){
		Test tt;
		++tt;
		tt.print();
}

Output: the count is: 10

অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল তিনটি বিষয়

আমরা গত পর্বে দেখেছিলাম অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল তিনটি বিষয় হলো ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন ও পলিমরফিজম তবে গত পর্বে কোন প্রোগ্রামিং এর মাধ্যমে এগুলো দেখানো হয়নি। আজ দেখবো:

ইনহেরিটেন্স:

//Inheritest.java
public class Inheritest {

	public static void main(String[] args) {
		Yamaha R15 = new Yamaha("R15 V3", 525000, 149);
		
		System.out.println(R15.getModel());
		System.out.println(R15.getPrice());
		System.out.println(R15.getCC());

	}

}
-------------------------------------------
//Bike.java

public class Bike {
	
	private String model;
	private int price;
	private int cc;
	
	public Bike(String model, int price, int cc) {
		this.model = model;
		this.price = price;
		this.cc = cc;
	}
	
	public String getModel() {
		return model;
	}
	
	public int getPrice() {
		return price;
	}
	
	public int getCC() {
		return cc;
	}

	public static void main(String[] args) {
		// TODO Auto-generated method stub

	}

}
-------------------------------------------
//Yamaha.java

public class Yamaha extends Bike {
	
	public Yamaha(String name, int cc, int price) {
		super(name, cc, price);
	}
	
	

	public static void main(String[] args) {
		

	}

}
------------------------

উপরের তিনটি ফাইল রান করাতে পারলে ইনহেরিটেন্স সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন বলে আশা রাখি।

এনক্যাপসুলেন


public class Encap {
	
	private String name;
	private int age;
	
	public int getAge() {
		return age;
	}
	
	public String getName() {
		return name;
	}
	
	
	public void setAge(int newAge) {
		age = newAge;
	}
	
	public void setName(String newName) {
		name = newName;
	}

	public static void main(String[] args) {
		Encap encap = new Encap();
		encap.setName("Sudip");
		encap.setAge(75);
		
		System.out.println("Name: " + encap.getName());
		System.out.println("Age: " + encap.getAge());
	}

}

আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে কি করা হয়েছে। এখানে উপরে শুরুর দিকে দুইটা প্রাইভেট স্ট্রিং নিয়ে আমরা পাবলিক ফাংশনে কোড দুইটি এক্সিকিউট করাতে পেরেছি। এ বিষয়ে বিস্তারিত ভাবে বুঝতে গেলে আমার মনে হয় আপনারা ভিডিওটি ফলো করতে পারেন।

পলিমরফিজম

পলিমরফিজম হলো একই অবজেক্ট এর বিভিন্ন রুপ। এটি আমরা ফাংশন ওভারলোডিং এ দেখিয়েছি তাই আর নতুন করে দেখানো কিছু নেই।

পঞ্চম অধ্যায়ের সিলেবাস এখানেই শেষ। আজ মূলত দেখানো হয়েছে ফাংশন ও অপারেটর ওভারলোডিং এবং অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল তিনটি বিষয়ের কোড। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।

পোস্টগুলো পড়ার সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার iSudip ইউটিউব চ্যানেল যেখানে এ সকল বিষয়সহ অন্যান্য সকল বিষয়ে নিয়মিত আপডেট প্রদান করা হচ্ছে। ভালো থাকবেন দেখা হবে পরের পোস্টে।

অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং | ICT লিখিত পর্ব ৫.১

Advertisment

অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এর বিষয়ে শিক্ষক নিবন্ধনের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগতম। এটি ICT বিষয়ে কলেজ পর্যায়ে বেসরকারি শিক্ষক নিবন্ধনের চলমান একটি সিরিজ এবং এই বিষয়ে অধ্যায় ১ থেকে এখন পর্যন্ত সকল চ্যাপ্টার দেখানো হচ্ছে।

অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং অধ্যায়টি মোট ২টি পর্বে ও ২টি ভিডিওর মাধ্যমে দেখানো হবে। আজকে এর প্রথম পর্ব।

অবেজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং

এই অধ্যায়ের সিলেবাসটা দেখে নেয়া যাক

অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং সিলেবাস
অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং সিলেবাস

এই পর্বের আগের পর্বসমূহ দেখতে হলে নিচে ক্লিক করুন:

অ্যারে, ক্যারেক্টার ও ফাংশন | নিবন্ধন লিখিত (ICT) পর্ব ২.৩

ব্রাঞ্চিং ও লুপিং | শিক্ষক নিবন্ধন লিখিত (ICT) পর্ব ২.২

অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং

Computer Programming এ class এবং object এর ধারণাকে কাজে লাগিয়ে যে Programming করা হয় তাকে বলা হয় অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং (Object Oriented Programming). এই প্রোগ্রামিং এর মূল ধারণা ৩টি:

ইনহেরিটেন্স (Inheritance): ইংরেজি শব্দ inheritance এর অর্থ হচ্ছে উত্তরাধিকার। অকজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এ এক class থেকে কিছু ফাংশনালিটি (method) ও বৈশিষ্ট্য (property) অন্য class এ শেয়ার করার একটি পদ্ধতি হচ্ছে Inheritance. কোন class বা object অন্য কোন class বা object এর বৈশিষ্ট অর্জন করে থাকলে সেটিকে বলা হয় Inheritance. একটি parent class এর বৈশিষ্ট্য child class অর্জন করে থাকে।

এনক্যাপসুলেশন (Encapsulation): ইংরেজি শব্দ encapsulation এর অর্থ হলো সকল কিছু ঢেকে রাখা। এটা অনেকটা ক্যাপসুল মেডিসিনের মতই বাইরে আবরণ দিয়ে ভিতরে কিছু একটা রাখা থাকে। অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এ একটা class আবরণ দিয়ে ভিতরের সবকিছু ঢাকা থাকে।

পলিমরফিজম (Polymorphism): Polymorphism এর অর্থ হলো ভিন্ন অবস্থায় একই object এর ভিন্ন রূপ।

অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এর জন্য উপরোক্ত ৩টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যা নিয়ে আরও আলোচনা থাকবে অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এর পরবর্তী অধ্যায়ে।

টোকেন

কোন প্রোগ্রামের ক্ষুদ্রতম ইউনিটসমূহকে টোকেন বলে। যেমন

 • কিওয়ার্ড
 • আইডেন্টিফায়ার
 • কনস্ট্যান্ট
 • স্ট্রিং
 • অপারেটর

অবজেক্ট (Object) কী?

Object: আমরা আমাদের চারপাশে যা দেখি সবই Object.

ক্লাস (Class) কী?
Class হলো Object এর blueprint. মূলত ক্লাস হলো এমন এক ধরণের user defined data type যা প্রোগ্রামে বিল্ট ইন ডাটা টাইপের মতো কাজ করে। Object তৈরির extensible প্রোগ্রাম কোড টেমপ্লেট হলো Class. Class এর মধ্যে object এর বৈশিষ্ট্য, ফাংশন ও কনস্ট্রাক্টর থাকে।

ক্লাস ও অবজেক্ট এর একটি উদাহরণ নিচে জাভা প্রোগ্রামে দেয়া হলো:

public class ntrca {
	String name;
	int code;

	public static void main(String[] args) {
		ntrca cse = new ntrca();
		cse.name = "Computer Science";
		cse.code = 431;
		
		System.out.println("Subject name: " + cse.name);
		System.out.println("Subject code: " + cse.code);

	}

}

কনস্ট্রাক্টর (Constructor)

Constructor এমন এক বিশেষ ধরণের মেম্বার ফাংশন যা কোন অবজেক্ট ঘোষণার সময় তার প্রারম্ভিক মান নির্ধারণ এবং মেমরি পরিসর বরাদ্দের জন্য ব্যবহৃত হয়। কোন কনস্ট্রাক্টর ফাংশনের নাম তার ক্লাসের নামের অনুরূপ হয় এবং কনস্ট্রাক্টর ফাংশন ক্লাসের পাবলিক অংশে ঘোষণা করতে হয়।

public class constructor {
	
	constructor(){
		System.out.println("Hello World!!");
	}

	public static void main(String[] args) {		
		constructor cons = new constructor();
	}
}

ডিস্ট্রাক্টর (Destructor)

Destructor এর অর্থ ধ্বংসকারী। Constructor যেমন object ঘোষণার সময় তার ডেটা মেম্বারগুলোর জন্য প্রয়োজনীয় মেমরি পরিসর বরাদ্দ করে, Destructor ফাংশন তেমনিই সেই object এর প্রয়োজন শেষে ডেটা মেম্বারগুলোর জন্য বরাদ্দকৃত মেমরি পরিসর খালি করে দেয়। Destructor ফাংশনের নাম Constructor ফাংশনের নামের অনুরূপ হয়, তবে নামের আগে টিল্ডা (~) চিহ্ন বসে। কোন ক্লাস ঘোষণার সময় constructor ঘোষণার পাশাপাশি destructor ঘোষণা করতে হয়।

class x{
	Public:
	x(); //constructor
	~x(); \\destructor
};

তো এই ছিলো অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এর বিষয়ে প্রথম পোস্ট এবং ভিডিও। এই অধ্যায়ের বাকিটা দেখানো হবে পরবর্তী পোস্টে। সকল ভিডিও আপডেট পেতে iSudip ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

ডাটা স্ট্রাকচার | শিক্ষক নিবন্ধন লিখিত (ICT) পর্ব ৩

Advertisment

ডাটা স্ট্রাকচার এর আজকের পর্বে আপনাদের স্বাগতম। বেসরকারি শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতির আজকের পর্বে দেখবো কিউ, স্ট্যাক, ট্রি ও গ্রাফ। আজকের পর্ব শুরু করার আগে সিলেবাসটা একবার দেখে নেই

ডাটা স্ট্রাকচার সিলেবাস
সিলেবাস

শিক্ষক নিবন্ধনের সকল পোস্ট পেতে এখানে ক্লিক করুন।

স্ট্যাক (Stack) ডাটা স্ট্রাকচার

স্ট্যাক (Stack) হলো এক ধরণের ডাটা স্ট্রাকচার যেখানে লিনিয়ার পদ্ধতিতে একটির উপর একটি এলিমেন্ট রাখা হয়। এটি এক ধরণের LIFO (Last in First Out) পদ্ধতি অর্থাৎ যা সবার শেষে দেয়া হবে সে সকলের আগে বের হবে। Stack এর মূল অপারেশন ৩টি।

 • PUSH – Data Insert করা
 • POP – Data delete করা
 • PEEK – সর্বোচ্চ স্তরের data value দেখা

কিউ (Queue) ডাটা স্ট্রাকচার

কিউ (Queue) হলো এমন এক প্রকার data structure যেখানে দুইদিক থেকেই খোলা থাকে তবে শুধুমাত্র সম্মুখ প্রান্ত দিয়ে ডাটা delete করা যায়। এটি এক ধরণের FIFO (First in First Out) ডাটা স্ট্রাকচার। Queue এর অপারেশন দুইটি:

 • ENQUE – Insert
 • DEQUEUE – Delete

রিকার্শন (Recursive Function)

যে function নিজেই নিজেকে কল করতে পারে তাকে বলা হয় recursive function. Recursive Function এর  দুটি মূল অংশ হলো i) recursive call ও ii) base case. Recursive call এর মাধ্যমে function টি নিজেকে বারবার কল করতে থাকে এবং base case এর মাধ্যমে recursive function কে থামানো হয়।

একটি সি প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা রিকার্সিভ ফাংশনটি দেখবো:

#include <stdio.h>
long int fact (int n);
int main()
{
  int n;
  printf("Enter a number: \n");
  scanf("%d", &amp;n);
  printf("Facotrial of %d is: %ld", n, fact(n));
  return 0;
}

long int fact(int n){
  if(n==1){
    return 1;
  }
  
  else{
    return n*fact(n-1);
  }
}

ট্রি (Tree)

TREE হলো একগুচ্ছ node এর সমন্বয়ে গঠিত data structure। এতে Hierarchical প্রতিফলন ঘটে।

ট্রি ডাটা স্ট্রাকচার
ট্রি ডাটা স্ট্রাকচার

গ্রাফ (Graph)

Graph (গ্রাফ) স্ট্রাকচারে একগুচ্ছ অবজেক্ট একটি আরেকটির সাথে চিত্রের মাধ্যমে সংযুক্ত থাকে। যে সকল অবজেক্টগুলো সংযুক্ত থাকে তাদের বলা হয় vertices বা node আর যার মাধ্যমে সংযুক্ত থাকে তাদের বলা হয় এজ (edge)।

গ্রাফ ডাটা স্ট্রাকচার
গ্রাফ ডাটা স্ট্রাকচার

এরই সাথে তৃতীয় অধ্যায় সমাপ্ত। আপনি চাইলে উপরের লিংকে ক্লিক করে নিবন্ধনের বিষয়ে সকল পোস্ট একসাথে দেখতে পারেন। ইতিপূর্বে সকল পর্বের পোস্ট এবং ভিডিও এই ওয়েবসাইটে দেয়া হয়েছে। ইউটিউবে আপডেট পেতে হলে iSudip YouTube Channel এর সাবস্ক্রাইব করুন এবং Sudip’s Blog ফেসবুক পেজে লাইক দিন। দেখা হবে পরের পোস্টে।

স্ট্রাকচার, ইউনিয়ন, পয়েন্টার ও ফাইল ম্যানেজমেন্ট | ICT পর্ব ২.৪

Advertisment

বেসরকারি শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতির আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয় স্ট্রাকচার, ইউনিয়ন, পয়েন্টার ও ফাইল ম্যানেজমেন্ট। মনে করিয়ে দেই এটি ICT বিষয়ের Computer Science (কোড ৪৩১) এর লিখিত পরীক্ষার প্রস্তুতির দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ ভিডিও।

এই পর্বের আগের ভিডিও দেখতে হলে নিচে ক্লিক করুন:

অ্যারে, ক্যারেক্টার ও ফাংশন | নিবন্ধন লিখিত (ICT) পর্ব ২.৩

ব্রাঞ্চিং ও লুপিং | শিক্ষক নিবন্ধন লিখিত (ICT) পর্ব ২.২

প্রোগ্রামিং ল্যাংগুয়েজ | শিক্ষক নিবন্ধন লিখিত (ICT) পর্ব ২.১

সিলেবাসের এই অংশটা আরেকবার দেখে নেই

স্ট্রাকচার, ইউনিয়ন, পয়েন্টার ও ফাইল ম্যানেজমেন্ট
স্ট্রাকচার, ইউনিয়ন, পয়েন্টার ও ফাইল ম্যানেজমেন্ট

শিক্ষক নিবন্ধনের সকল পোস্ট পেতে এখানে ক্লিক করুন।

স্ট্রাকচার

স্ট্রাকচার (Structure) হলো এক ধরণের user defined ডাটা টাইপ যার সাহায্যে বিভিন্ন ধরণের ডাটা টাইপকে একসাথে নেয়া যায়। কিভাবে একসাথে অনেকগুলো ডাটা টাইপ একসাথে নেয়া যায় তা দেখতে হলে সি প্রোগ্রামে একটি কোড রান করাতে হবে:

#include <stdio.h>

struct Student{
  int id;
  int age;
};

int main()
{
  struct Student s1;
  s1.id=1;
  s1.age=10;
  
  printf("id of the student is: %d\n", s1.id);
  printf("and age is: %d", s1.age);

  return 0;
}

ইউনিয়ন

Union হলো এক ধরণের বিশেষ ডাটা টাইপ যা ভিন্ন ভিন্ন ধরণের ডাটা টাইপক সম্বলিত ডাটা ভ্যারিয়েবল হ্যান্ডেল করে। এটির গুণাবলী অনেকটা স্ট্রাকচারের মতোই তবে কিছুটা ভিন্ন। আমরা এইটার উদাহরণও একটা কোড রান করানোর মাধ্যমে দেখবো এবং তারপর এদের পার্থক্য দেখবো:

#include <stdio.h>
union Student{
  int id;
  int age;
};

int main()
{
  union Student s2;
  
  s2.id=2;
  
  printf("id of student 2 is: %d\n", s2.id);
  s2.age=12;
  
  
  printf("age is: %d\n", s2.age);

  return 0;
}

স্ট্রাকচার ও ইউনিয়নের মধ্যে পার্থক্য:

Structure Union 
Struct কিওয়ার্ড ব্যবহৃত হয়Union কিওয়ার্ড ব্যবহৃত হয়
Structure এর সাইজ সকল মেম্বারদের সাইজের সমান বা বড় হয়Union এর সাইজ সর্ববৃহৎ মেম্বারের সাইজের সমান
প্রতিটি মেম্বারের জন্য unique storage area থাকেমেম্বারদের লোকেশন শেয়ার করে
আলাদা আলাদা মেম্বার access করা যায়একক সময়ে একটিমাত্র মেম্বার access করা যায়
মেমরি স্পেস বেশি লাগেমেমরি স্পেস কম লাগে
Execution time বেশিExecution time কম

পয়েন্টার

পয়েন্টার (Pointer) বাংলা শব্দের অর্থ নির্দেশক। এটি এক প্রকার ভ্যারিয়েবল বা একই ডাটা টাইপের অপর কোন ভ্যারিয়েবলকে অথবা অ্যারে এলিমেন্টকে নির্দেশ করে। অর্থাৎ তাদের address বা location নির্দেশ করে। পয়েন্টারের বৈশিষ্ট্যসমূহ:

 • ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় নামের সাথে * ব্যবহার করা হলেও এইট নামের অন্তর্ভুক্ত নয়
 • পয়েন্টারের মাধ্যমে ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা ডাটা এক্সেস করা যায়
 • প্রোগ্রামের জটিলতা ও দৈর্ঘ্য উভয়ই কমে
 • মেমরি অপচয় কম হয়
 • দ্রুত এক্সিকিউট হয়
 • প্রোগ্রামের ভ্যারিয়েবলের সাথে ডিক্লেয়ার করা যায়। int a, b, *p;

Pointer এর ব্যবহার

 • Pointer এর Pointer  হিসেবে
 • Function এর return value হিসেবে
 • Function এর parameter হিসেবে

পয়েন্টারের একটি ছোট উদাহরণ দেখবো সি প্রোগ্রামিংয়ে

#include <stdio.h>

int main()
{
  int a = 5;
  int *p;
  
  p = &a;
  
  printf("actual value of a is: %d\n", a);
  printf("logical address of a is: %x\n", p);
  printf("value of a is: %d\n", *p);
  

  return 0;
}

ফাইল ম্যানেজমেন্ট

C প্রোগ্রামিং এ কোন ফাইলে input/output বা i/o অপারেশনের জন্য অর্থাৎ ফাইলে কিছু লেখার জন্য বা ফাইল থেকে কিছু পড়ার জন্য লাইব্রেরি ফাংশন রয়েছে। এসব ফাংশন ব্যবহার করে ফাইলে ডাটা ইনপুট এবং ফাইল থেকে কোন ডাটা read করা যায়। ফাইলে যে ধরণের কাজ করা হয় তা হলো:

 • ফাইলের নাম দেয়া
 • ফাইল খোলা
 • ফাইল থেকে ডাটা read করা
 • ফাইলে data write করা
 • ফাইল বন্ধ করা

ব্যবহৃত ফাংশনসমূহ:

 • fopen() – ফাইল খোলা
 • fclose() – ফাইল বন্ধ করা
 • getc() – ফাইল থেকে character read করা
 • putc() – ফাইলে character লিখা
 • fscanf() – ফাইল থেকে data read করা
 • fprintf() – ফাইলে ডাটা write করা
 • fgets() – ফাইল থেকে যে কোন length বিশিষ্ট string পড়া
 • fputs() – ফাইলে যে কোন length বিশিষ্ট string write করা
 • getw() – integer মান পড়া
 • putw() – integer মান write করা
 • fseek() – পয়েন্টারকে উপযুক্ত স্থানে নিয়ে যাওয়া
 • ftell() – পয়েন্টারের বর্তমান অবস্থা নির্দেশ করা
 • rewind() – পয়েন্টারকে শুরুতে নিয়ে যাওয়া
 • feof() – ফাইলের শেষ
 • ferror() – ফাইল সম্পর্কিত ভুল

এখন বরাবরের মতোই আমরা সি প্রোগ্রামিংয়ে একটি ফাইল ম্যানেজমেন্ট এর উদাহরণ দেখবো

#include<stdio.h>

int main(){

  FILE *fp;

  fp = fopen("text.txt", "w+");
  fprintf(fp, "Hello world using fprint\n");
  fputs("hell using fputs", fp);
  fclose(fp);

  return 0;

}

এখানে সি প্রোগ্রামিংয়ে ফাইল ম্যানেজমেন্ট এর সাহায্যে একটি ফাইল খুলে তাতে কিছু টেক্সট লেখা হয়েছে।

এরই সাথে শেষ হয়ে গেলো শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়টি শেষ করতে মোট ৪টি পোস্ট করা হয়েছে এবং প্রতিটি পোস্টের সাথেই ভিডিও দেয়া আছে। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই iSudip ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন। পোস্টগুলোর লিংক এই পোস্টের উপরের দিকে অথবা নিচে রিলেটেড পোস্টের মধ্যে পাবেন। দেখা হবে পরের ভিডিওতে।

অ্যান্ড্রয়েড টেন আপডেট (আসুস জেনফোন ম্যাক্সপ্রো এমটু)

Advertisment

অ্যান্ড্রয়েড টেন আপডেট ভার্সনটি বের করা হয় গত ৩ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে এবং তার পর থেকেই কিছু কিছু ডিভাইসে অ্যান্ড্রয়েড এর আপডেট দেয়া হয়েছে এবং নতুন যেসকল মোবাইল বের হচ্ছে সেগুলোতেও অ্যান্ড্রয়েড টেন দেয়া হচ্ছে। তবে বরাবরের মতোই সকল মোবাইল কিন্তু এই সুবিধা শুরু থেকে পাচ্ছে না। কিছু কিছু স্টক অ্যান্ড্রয়েড ফোনে আপডেটের বেটা ভার্সন দেয়া হয়েছে। আজ তেমনই একটা ডিভাইসের অ্যান্ড্রয়েড টেন আপডেট করা দেখবো শুরু থেকে শেষ পর্যন্ত।

স্টক অ্যান্ড্রয়েড

প্রথমেই স্টক অ্যন্ড্রয়েড নিয়ে একটু আলোচনা করা যাক। একটি সাধারণ অ্যান্ড্রয়েড ফোন এবং স্টক অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে পার্থক্য খুবই সামান্য। আশা করছি আপনার অবশ্যই জানেন যে, অ্যান্ড্রয়েড সম্পূর্ণ ফ্রি অপারেটিং সিস্টেম। এর অর্থ হলো সকল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানসমূহ এটিকে ব্যবহার করে তাদের নিজস্ব কিছু অপশন সাথে দিয়ে দেয়। এর ফলে আমরা দেখতে পাই ওয়ানপ্লাসে অ্যান্ড্রয়েড এর সাথে অক্সিজেন ওএস, শাওমিতে অ্যান্ড্রয়েড এর সাথে মি ইউ আই, স্যামসাং এ অ্যান্ড্রয়েড এর সাথে ওয়ান ইউ আই, টেকনো ফোনে অ্যান্ড্রয়েড এর সাথে হাইওএস ইত্যাদি। তবে স্টক অ্যান্ড্রয়েড এর বিষয় হলো এটি সকল মোবাইল বা ডিভাইসে একই রকমের হওয়ার কথা। তবে বাস্তবে দেখা যায়, এতকিছুর পরও কিছু কিছু অপশন যোগ করা হয়।

আসুস জেনফোন ম্যাক্সপ্রো এমটু তে অ্যান্ড্রয়েড টেন আপডেট

আজকে দেখবো আসুস এর জেনফোন ম্যাক্সপ্রো এম টু ডিভাইসে আপডেট করা। এটি একটি স্টক অ্যান্ড্রয়েড ফোন। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড এইট দিয়ে শুরু হলেও এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড টেন এর আপডেট টিও পাওয়া গিয়েছে। আসুস তাদের ওয়েবসাইটে অ্যান্ড্রয়েড টেন আপডেট এর জন্য বেটা ভার্সন রিলিজ করেছে যা নিচে দেয়া হলো:

অ্যান্ড্রয়েড টেন আপডেট

অ্যান্ড্রয়েড টেন বেটা ভার্সন আপডেট ফাইল ডাউনলোড লিংক

আপডেট করার জন্য আপনাকে ১.৬১ গিগাবাইট সাইজের ফাইলটি ডাউনলোড করে নিতে। মোবাইল ও কম্পিউটার উভয় দিয়ে ডাউনলোড করা যাবে। ফাইলটি ডাউনলোড করে ‍রুট ডিরেক্টরিতে রাখতে হবে। রুট ডিরেক্টরি হচ্ছে ফোন মেমরি। মোবাইল দিয়ে ডাউনলোড করলে ফাইলটি ডাউনলোড ফোল্ডারে থাকতে পারে। তাহলে সেটিকে রুট ফোল্ডারে নিয়ে আসতে হবে। কম্পিউটারের ক্ষেত্রেও তাই।

আপডেট এর আগে যা যা খেয়াল রাখতে হবে

ওয়েবসাইটে বলেই দেয়া আছে যে, আপনি আপডেট করলে আপনার সকল তথ্য মুছে যেতে পারে। সেক্ষেত্রে আপনার সকল তথ্য ব্যাকাপ করে রাখাই উত্তম হবে। গুগলের সাথে সংশ্লিষ্ট যে সকল বিষয়াদি রয়েছে সেগুলো খুব সহজেই ব্যাকাপ করা যায় তবে যে সকল তথ্য গুগলের সাথে নেই যেমন আপনার ফোনের বিভিন্ন ফাইল বা টেক্সট ম্যাসেজ সেগুলো ব্যাকাপ করে রাখাই উত্তম। তবে আপনি যদি আপডেট করার আগে আপনার ফোনের সকল লক ডিস্যাবল করে রাখেন তবে সেক্ষেত্রে কোনো তথ্য মুছে যাবে না। তবে যদি সব তথ্য মুছে ফেলতে চান তাহলে কোনো কিছু করা দরকার নেই সরাসরি আপডেট করে নিন।

আপডেট

ফাইলটি যথাযথভাবে ফোনের রুট ফোল্ডারে কপি করে রাখা হলে অ্যান্ড্রয়েড টেন আপডেট এর নোটিফিকেশন চলে আসার কথা। যদি না আসে তবে দেখে নিন রুট ফোল্ডারে ফাইল কপি করা হয়েছে কিনা, হয়ে থাকলে একবার রিস্টার্ট করুন, নোটিফিকেশন পেয়ে যাবেন। নোটিফিকেশন আসলে আপডেট এ ক্লিক করুন।

অ্যান্ড্রয়েড টেন আপডেটের পর যা যা নতুন

অ্যান্ড্রয়েড টেন আপডেট করার পর যে সকল কিছু নতুন দেখতে পাবেন তা হলো:

 • সেটিংস আইকন
 • ডার্ক মোড
 • নেভিগেশন জেস্টার
 • ক্যামেরা অপশন
 • ব্যাটারি ব্যাকাপ

আসলে বর্তমানে অ্যান্ড্রয়েডে তেমন নতুন কিছু আপডেট দেখা যায় না। আপডেট বলতে শুধু কিছু অ্যানিমেশন, ডার্ক মোড, টেক্সার এইসব। তবে যাই হোক না কেন, আপনি এত সময় পর্যন্ত সব কিছু ঠিকঠাক ভাবে করতে পারলে পেয়ে যাবেন আপডেট। সম্পূর্ণ প্রক্রিয়াটি ভিডিওতে দেয়া হলো। চাইলে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই দেখা হবে পরের পোস্টে।