iSudip Blog
এই ব্লগের (iSudip Blog) বর্তমান ঠিকানা iSudip.com ব্লগে বিগত কয়েক বছর ধরে বিভিন্ন টেক রিলেটেড বিষয়ে যেমন NTRCA ICT শিক্ষক নিবন্ধন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড সম্পর্কে ব্লগ এবং ইউটিউব ভিডিও পোস্ট করা হয়ে থাকে। তবে কিছুদিন আগে টেকনিকাল গ্লিচের কারণে ব্লগটি আনপাবলিশড হয়ে যায়। দীর্ঘদিন যাবৎ চলতে থাকা একটি ব্লগে এমন সমস্যা দেখা দেয়ায় আমি নিজে এবং আমার ক্ষুদ্র সংখ্যক কিছু পাঠকরা কিছুটা বিপাকে পড়েন।
পূর্বের ওয়েবসাইট ডাউন
বিশেষ করে সর্বশেষ যখন এই সমস্যা দেখা দেয় তখন NTRCA শিক্ষক নিবন্ধন এর লিখিত পরীক্ষা চলছিল এবং বিগত কয়েক বছর ধরে আমি ICT ও ICT এর সাথে সম্পৃক্ত বিষয় নিয়ে লেখা পোস্ট করে আসছিলাম। তখন গুগল ড্রাইভে pdf আপলোড করে কিছুটা সমস্যা সমাধান করা গেলেও ক্যাটাগরি বা বিষয়ভিত্তিক লেখাগুলো না থাকায় সমস্যা রয়েই গেল।
আমরা যারা নিজেরা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি আমাদের একটা অন্যতম সমস্যা হলো অন্যের ওয়েবসাইট আমরা তৈরি করলেও দিন শেষে নিজেদের জন্য ওয়েবসাইট নিজেরা ডিজাইন বা ডেভেলপ করতে পারি না। আমার ক্ষেত্রেও ঠিক তেমনই হয়েছে।
তবে প্রতিটি সমস্যাই নতুন সমাধান এর পথ দেখায়। যেমন, আমার ব্লগটি বেশ পুরাতন একটি থিম দিয়ে তৈরি করা ছিল যেটা বিগত সময়ে হয়তো তেমন আপডেটও হচ্ছিলো না। আর ব্লগটি যখন করা তখন থেকে ওয়ার্ডপ্রেস ৬ এর সকল ফিচার ঠিক মতো ওয়ার্ডপ্রেস কোরে কাজ করছিল না হয়তো। এই কারণে নতুন ডিজাইন নিয়ে একটা ফ্রি থিম ব্যবহার করেই নতুন ব্লগ শুরু করলাম।
পূর্বের সকল লেখাগুলো আবারও আসবে
পুরাতন সকল কনটেন্টই আমার সংগ্রহে আছে। তবে সেগুলো আর রিস্টোর করছি না কারণ সেগুলো আমি আরও সুন্দরভাবে উপস্থাপন করার প্ল্যান করছি। ডেভেলপমেন্ট সাইডে কাজ করায় সার্চ ইঞ্জিন নিয়ে তেমন অভিজ্ঞতা আমার নেই। যার দরুন লেখাগুলো অনেক গুরুত্বপূর্ণ হলেও ওয়েব প্রেজেন্স খুব একটা বেশি ছিল না। তবে দিন শেষে লেখালেখি করাটাই আমার কাছে মূখ্য তাই আবারও বিনা টেকনিকাল ব্যাক নিয়েই শুরু করছি।
একটা সময় বেশিরভাগ বা প্রায় সকল কনটেন্ট শুধুমাত্র টেক্সটনির্ভর থাকলেও বিগত কয়েক বছর ধরে আমি ইউটিউবে ভিডিও প্রকাশ করে আসছি। আপনার যারা এই পর্যন্ত পড়তে পড়তে এসেছেন (যদি কেউ এসে থাকেন আরকি) তাহলে এমনও হতে পারে যে আপনি হয়তো আমার ইউটিউব থেকেই এখানে এসেছেন। আমি নিচে আমার সকল একটিভ সোশ্যাল মিডিয়া লিংকগুলো দিয়ে দিলাম এতে করে আমার সাথে যোগাযোগ রাখতে আপনাদের সুবিধা হবে।
চেষ্টায় আছি আবারও রেগুলার অ্যাকটিভ হবার জন্য, ভালো থাকবেন।
iSudip সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংকসমূহ