NTRCA-সনদ-যাচাই
NTRCA-সনদ-যাচাই

NTRCA সনদ যাচাই প্রক্রিয়া

গত পোস্টে কারিগরি MPO আবেদন সংক্রান্ত বিষয়াবলী দেয়ার পর সেখানে থাকা এমপিও কার্যক্রমে প্রয়োজনীয় বিভিন্ন ধরণের ডকুমেন্ট নিয়ে ধারাবাহিকভাবে কয়েকটি পোস্ট এবং ইউটিউব ভিডিও করা হবে। এতে করে সকলের ক্ষেত্রে এমপিও আবেদন করা অনেক সহজ হবে বলে আশা করি। এরই ধারাবাহিকতায় আজ আমরা দেখবো NTRCA সনদ যাচাই প্রক্রিয়া। এমপিও আবেদনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ।

          শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বা জেনারেল, কারিগরি শিক্ষা অধিদপ্তর (বিএমটি) এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সকল ক্ষেত্রেই এমপিও আবেদনে নিবন্ধন সনদ যাচাই করা বাধ্যতামূলক। মূলত এই প্রক্রিয়ায় নিবন্ধন সনদটি ভেরিফিকেশন করা হয়ে থাকে।

সনদ যাচাই সংক্রান্ত ভিডিও নির্দেশনা

          এনটিআরসিএ ওয়েবসাইটে প্রবেশ করলে আমরা দেখতে পারবো যে সনদ যাচাইয়ের জন্য আলাদা একটি সেকশন রয়েছে।

প্রত্যয়নপত্র যাচাই সংক্রান্ত মেনু
প্রত্যয়নপত্র যাচাই সংক্রান্ত মেনু

          উক্ত সেকশনে নিবন্ধন সনদ যাচাই প্রতিবেদন, এতদসংক্রান্ত বিভিন্ন নির্দেশনা/পরিপত্র রয়েছে। আমরা যদি নির্দেশনা দেখতে চাই তাহলে আমাদের ’প্রত্যয়নপত্র যাচাই সংক্রান্ত বিজ্ঞপ্তি’ তে ক্লিক করতে হবে। উক্ত লিংকে ক্লিক করলে এ সংক্রান্ত দুইটি নির্দেশনা পাওয়া যাবে যা নিম্নরূপ।

NTRCA সনদ যাচাই সংক্রান্ত নির্দেশনা 1
NTRCA সনদ যাচাই সংক্রান্ত নির্দেশনা 1

          প্রথম নির্দেশনায় বলা হয়েছে, নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাইয়ের আবেদনসমূহের বিষয়ে অধিকতর নিশ্চিত হবার লক্ষ্যে এবং প্রত্যয়নপত্রসমূহ যথাযথভাবে যাচাইয়ের সুবিধার্থে অনলাইনের পাশাপাশি আবেদনসমূহের হার্ডকপি সরাসরি/বাহক মারফত অথবা ডাকযোগে প্রেরণ করতে হবে। তবে মূল যে স্মারকের চিঠিতে নির্দেশনা দেয়া ছিলো, যার তারিখ ২১/০৬/২০২১ তারিখের 37.05.0000.010.05.001.20.437 নং স্মারকে সেই পত্রটি একটু স্ক্রল করলেই পাওয়া যাবে।

NTRCA সনদ যাচাই সংক্রান্ত নির্দেশনা 2
NTRCA সনদ যাচাই সংক্রান্ত নির্দেশনা 2

উক্ত চিঠিতে বলা হয়েছে, এনটিআরসিএ সেবাসমূহ সহজীকরণের অংশ হিসেবে নিবন্ধনধারী শিক্ষকগণের নিবন্ধন সনদ যাচাই এর আবেদন অনলাইনে গ্রহণ এবং অনলাইনে যাচাই প্রতিবেদন প্রকাশ করা হবে নিম্নোক্ত শর্ত অনুযায়ী:

১. যে সকল প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের কোন নিবন্ধনধারী শিক্ষকের নিবন্ধন সনদ যাচাই করতে ইচ্ছুক তারা নিম্নবর্ণিত ইমেইল ঠিকানায় সংশ্লিষ্ট নিবন্ধনধারী শিক্ষকের নিবন্ধন সনদ ও নিয়োগপত্র প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত করে 300 DPI রেজুলেশনে স্ক্যান করে pdf ফরম্যাটে প্রতিষ্ঠান প্রধানের ফরোয়ার্ডিংসহ প্রেরণ করবেন। ইমেইল ঠিকানা: office@ntrca.gov.bd

২. যে ইমেইল ঠিকানায় চাহিদা প্রদানকারী প্রতিষ্ঠান নিবন্ধন সনদ যাচাই প্রতিবেদন পেতে ইচ্ছুক তা ফরোয়ার্ডিং পত্রে উল্লেখ করতে হবে।

৩. এর জন্য কোন ফি প্রদানের প্রয়োজন নেই।

৪. ফরোয়ার্ডিং পত্রে উল্লিখিত ইমেইল ঠিকানায় যাচাই প্রতিবেদন প্রেরণ করা হবে এবং এনটিআরসিএ’র ওয়েবসাইট থেকেও যাচাই প্রতিবেদন ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। ওয়েবসাইট: www.ntrca.gov.bd

          নির্দেশনাসমূহ বিশ্লেষণ করলে দেখা যায় যে, শুধুমাত্র নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলেই ntrca সনদ যাচাই করা যাবে না। এক্ষেত্রে নিবন্ধনধারীকে অবশ্যই কোন না কোন প্রতিষ্ঠানে নিয়োগ পেতে হবে কারণ এনটিআরসিএ সনদের সাথে সাথে নিয়োগপত্রের সত্যায়িত অনুলিপিও প্রয়োজন হবে।

NTRCA সনদ যাচাই ফরোয়ার্ডিং

          নিবন্ধন সনদ যাচাই করতে হলে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত পত্র প্রেরণ করতে হবে যার নমুনা ছবি ও সফট কপি নিম্নে দেয়া হলো:

NTRCA সনদ যাচাই ফরোয়ার্ডিং
NTRCA সনদ যাচাই ফরোয়ার্ডিং

কলেজ লোগে

ঠিকানা ও অন্যান্য তথ্য

বরাবর

চেয়ারম্যান

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)

রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার (৪র্থ তলা)

৩৭/৩/এ, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০

বিষয়:   শিক্ষক নিবন্ধন সনদ যাচাই করার জন্য আবেদন

মহোদয়

উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে ………….. কলেজে ৫ম গণবিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে যোগদানকৃত প্রভাষকের নিবন্ধন সনদ যাচাইপূর্বক প্রতিবেদন প্রদানের জন্য নিম্নোক্ত ছক মোতাবেক তথ্য প্রস্তুত করে আপনার দপ্তরে প্রেরণ করা হলো:

ক্রমিকপ্রভাষকের নাম, পিতা ও মাতার নামনিবন্ধন সনদের রোল, রেজিস্ট্রেশন, পরীক্ষার সন ও ব্যাচ নংপদবীবিষয়মন্তব্য
নাম পিতা: মাতা:রোল: রেজি: পরীক্ষার সন: ব্যাচ নং:প্রভাষকবিষয়ের নাম 
NTRCA সনদ যাচাই সংক্রান্ত ফরোয়ার্ডিং

এমতাবস্থায়, সনদ যাচাইপূর্বক প্রতিবেদন প্রেরণের জন্য সবিনয় অনুরোধ করা হলো।

সংযুক্ত: ১। নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি ০১ পাতা

          ২। নিয়োগপত্রের সত্যায়িত অনুলিপি ০১ পাতা

স্বাক্ষর

নাম

কলেজের নাম

ঠিকানা

ইমেইল

উক্ত নমুনা অনুযায়ী পত্র প্রেরণ করা হলে কিছুদিনের মধ্যেই ntrca সনদ যাচাই করে ওয়েবসাইটে প্রতিবেদন পাওয়া যাবে। উক্ত প্রতিবেদন তালিকা দেখতে হলে এনটিআরসিএ ওয়েবসাইটের সনদ যাচাই সংক্রান্ত মেনুতে যেতে হবে।

NTRCA সনদ যাচাই প্রতিবেদন
NTRCA সনদ যাচাই প্রতিবেদন

          এটাই ছিলো ntrca সনদ যাচাই এর আদ্যোপান্ত। আশা করছি এর পর থেকে সনদ যাচাই নিয়ে আর কোন সমস্যা থাকবে না। ভবিষ্যত পোস্ট পাওয়ার জন্য iSudip YouTube Channel ও iSudip Facebook Page সাবস্ক্রাইব/ফলো দিয়ে রাখতে পারেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *